গাবতলী পশু হাটে দুম্বা উঠেছে। এবারও প্রতিবছরের ন্যায় গাবতলী পশু হাটের বিশেষ আকর্ষণ দুম্বা। গরু-মহিষ, ছাগল-ভেড়ার পাশাপাশি ক্রেতা রয়েছে দুম্বারও। এবার কোরবানি উপলক্ষে ১৩টি দুম্বা হাটে উঠিয়েছিল আজমাইন অ্যাগ্রো। ইতোমধ্যে ৭টি দুম্বা বিক্রি হয়ে গেছে। বাকি ৬টি বিক্রির অপেক্ষায় রয়েছে। কয়েকদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন খামারী।
সরেজমিনে দেখা গেছে, গাবতলী হাটের হাসিল ঘরের কাছাকাছি শেডে রাখা হয়েছে দুম্বাগুলো। ওই শেডটি আজমাইন অ্যাগ্রোর স্বত্বাধিকারী মাহফুজুর রহমান অপুর। দুম্বাগুলোকে বিশেষ যত্নের সঙ্গে রাখা হয়েছে। যেখানে দুম্বা রাখা হয়েছে; তার ওপরে ফ্যান চলছে। নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বিশেষ যত্নে নাদুস-নুদুস স্বাস্থ্যের দুম্বাগুলোর বাহ্যিক সৌন্দর্য্যও হাটে আসা মানুষের নজর কাঁড়ছে।
সরেজমিনে আরও দেখা গেছে, আগেভাগে পশু কিনতে গাবতলী হাটে আসা ক্রেতারা পরিবারের কয়েকজন সদস্য মিলে হাটে এসেছেন। তারা হাট ঘুরে ঘুরে গরু-ছাগল, মহিষ-ভেড়া ও দুম্বার শেডগুলো ঘুরে ঘুরে দেখছেন। দুম্বার শেডে এসে পরিবারের সঙ্গে আসা শিশুদের আনন্দত উপভোগ করতে দেখা গেছে। অনেকে প্রথমবারের মতো দুম্বা দেখেছেন। ওই শেডে অন্যান্য বছর উট থাকলেও এবার উট নেই। একারণে অনেককে হতাশ হতে দেখা গেছে।
গাবতলী হাটে বাবার সঙ্গে গরু কিনতে আসা মিরপুরের আবু জায়েদ আনছারী দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে বলেন, প্রতি বছর বাবার সঙ্গে হাটে এসে গরু কিনি। এবারও আসলাম। গরুর কেনার আগে পুরো হাট বাবার সঙ্গে ঘুরে ঘুরে দেখি। এবার আমরা গরু কোরবানি দেবো। এরপরও ছাগল, ভেড়া, দুম্বা ও মহিষ সবকিছু ঘুরে ঘুরে দেখেছি। হাটে এসে ঘুরে ঘুরে পশু দেখতে খুব মজা পাই।
আজমাইন অ্যাগ্রোর প্রতিনিধিরা জানান, তাদের খামারে ব্যতিক্রমধর্মী পশুর সমাহার ঘটানোর একটা প্রচেষ্টা থাকে। বিশেষ করে উট ছিল তাদের বিশেষ আকর্ষণ। ভারত থেকে পশু আমদানি বন্ধ হওয়ায় দু’বছর ধরে উট আনতে পারছেন না তারা। তবে বরাবরে মতো দুম্বা ও ভেড়ার সমাহার রয়েছে। পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, মহিষও কেনা-বেচা করেন তারা।
এ প্রসঙ্গে আজমাইন অ্যাগ্রোর স্বত্বাধিকারী মাহফুজুর রহমান অপু ওই পত্রিকাকে বলেন, এবার কোরবানি উপলক্ষে ১৩টি দুম্বা পালন করেছিলাম। ইতোধ্যে ৭টি বিক্রি হয়ে গেছে। ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার টাকার মধ্যে সেগুলো বিক্রি হয়েছে। বাকি যে ৬টি দুম্বা রয়েছে, সেগুলোর একটির দাম ২ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার পর্যন্ত। দুম্বাগুলো একদামে বিক্রি করা হবে।