রাজধানীতে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

রাজধানীতে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি
রাজধানীতে স্বস্তির বৃষ্টি - সংগৃহীত ছবি

রাজধানীতে আজ সারা দিন ভ্যাপসা গরম ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় মানুষের গায়ের ঘাম শুকিয়েছে দ্রুত। অস্বস্তিকর এক গরম অনুভূত হয়েছে সবার কাছে। প্রায় সারা দিনই আকাশ ছিল মেঘলা। মাঝে মধ্যে দেখা পাওয়া যাচ্ছিল সূর্যের। বিকাল নাগাদ অন্ধকার হয়ে আসে আকাশ। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে শুরু হয় সেই প্রতীক্ষিত বৃষ্টি। প্রথমে হালকা, এরপর মুষলধারে। বৃষ্টিতে ভেসে যায় ঢাকার পথঘাট।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।