রাজধানীর ওয়ারীতে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীর ওয়ারীতে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে বিস্ফোরণের পর আগুন লেগে দগ্ধ হয়েছেন পাঁচজন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে রাস্তায় ঘটা এ দুর্ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে জরুরি বিভাগেরে এক চিকিৎসক জানান, ওয়ারীতে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনে দগ্ধ পাঁচজন হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দিয়ে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কত শতাংশ দগ্ধ হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

দগ্ধরা হলেন ৪০ বছর বয়সী মো. সুমন ওরফে হেলাল, ৬৫বছরের আব্দুর রশিদ, ৫০ বছরের মো. মামুন, ৬৬ বছরের আব্দুর রশিদ ও ২১ বছরের মো. আনোয়ারুল।

হাসপাতালে জরুরি বিভাগেরে এক চিকিৎসক জানান, ওয়ারীতে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনে দগ্ধ পাঁচজন হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দিয়ে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কত শতাংশ দগ্ধ হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

দগ্ধ মামুনের শ্যালক প্রিন্স জানান, মামুন একটি আবাসন কোম্পানি কাজ করেন। ওয়ারীর পুরানো ফাড়ির পাশে টিপু সুলতান সড়কে তাদের প্রতিষ্ঠানের খননের কাজ চলছিল। মামুন ওই কাজ দেখভাল করছিলেন। এ সময় তারা দগ্ধ হন।