নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতদের দুজনের নামই রাব্বি। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ীতে তাদের গ্রামের বাড়ি। রাব্বির (১৮) বাবার নাম আব্বাস আলী ও আরেক রাব্বীর (২২) বাবার নাম মো. লিটন। বর্তমানে তারা রাজধানীর পোস্তগোলার ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ জানান, তারা পোস্তগোলা এলাকায় খাদিজা টেক্সটাইল মিলের নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। সকালে ৩য় তলায় দাঁড়িয়ে ছাদের সাটারিংয়ের বাঁশ, কাঠ খুলছিল। এ সময় অসাবধানতাবশত সেখান থেকে তারা দুজন নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।