রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ধার্মিকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের নাম মো. শাওন হোসেন (১৭)। সে রাজধানীর মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা বলেন, শাওন তার বাবার বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। পরে তারা খবর পান সে দুর্ঘটনার শিকার হয়েছে।
উদ্ধারকারী শুভ জানান, বিকেলের দিকে ধার্মিকপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে শাওনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সামান্য আহত হয় অটোরিকশার চালক ও দুই যাত্রী।
পরে গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে বিকেল সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ধার্মিকপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
নিহত শাওন শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রাইভেটকারচালক নিজাম উদ্দিনের ছেলে। মুগদা মানিকনগর এলাকায় পরিবারের সাথে থাকতো সে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।