বঙ্গবাজার, নিউমার্কেট, উত্তরার পর এবার মধ্যরাতে রাজধানীর ওয়ারীর একটি শোরুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যোগ দিয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।