ঈদের আগে অস্থায়ীভাবে বঙ্গবাজারে ব্যবসা চালু হবে: সালমান এফ রহমান

ঈদের আগে অস্থায়ীভাবে বঙ্গবাজারে ব্যবসা চালু হবে: সালমান এফ রহমান
বঙ্গবাজারে ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান - সংগৃহীত ছবি

আগুনে বিধ্বস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে বলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন। তিনি বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে এ কথা জানান।

সালমান এফ রহমান বলেন, পুড়ে যাওয়া মার্কেটের জায়গায় বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হবে। তবে সেক্ষেত্রে হাইকোর্টে ব্যবসায়ীদের দায়ের করা রিট প্রত্যাহার করতে হবে। তারপর নতুন নকশা করে বহুতল মার্কেট নির্মাণ হবে। মূল নকশা করাই আছে, প্রয়োজনে সেটা আপডেট করা হবে।

সালমান জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ব্যবসায়ীদের সাহায্য করা হবে, পাশাপাশি বেসরকারি ভাবে অনেকে সাহায্যের আগ্রহ দেখিয়েছেন।