আপেলের টুকরো গলায় আটকে শিশুর মৃত্যু

গতকাল সন্ধ্যায় রাজধানীর মাদারটেকে ইফতারের সময় গলায় আপেলের টুকরো আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সামির কিয়ান। সে মাদারটেক দক্ষিণগাঁও ২ নম্বর রোডের সাখাওয়াত হোসেন ও নিশি বেগমের সন্তান।

রাত পৌনে ৮টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিহতের দাদী সাহেলা আক্তার জানান, ইফতারের সময় সামির বাবা-মায়ের কোলে বসে আপেলের একটি ছোট টুকরো মুখে দেয়। তখন সেটি তার গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সামিরকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন রাত পৌনে ৮টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা শেষে চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা নিশি বেগম সন্তান হারিয়ে হাসপাতালে আর্তনাদ করতে থাকেন। পরে শিশুর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতাল ত্যাগ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, আপেলের টুকরো গলায় আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। ময়না তদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।