রমজানের শুরু থেকেই রাজধানীর বিপনিবিতানগুলো যুগোপযোগী ফ্যাশনেবল পোশাক, গহনা, জুতা আর নানান পণ্যর পসরায় সেজেছে। বিক্রেতারাও প্রস্তুতি নিচ্ছেন চাহিদামত পণ্য ক্রেতার হাতে তুলে দিতে।
পহেলা রমজান থেকেই ঈদের আমেজ শুরু হয়ে গেছে। বাহারি নকশার শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ম্যাচিং ড্রেস সব মিলছে একি ছাদের নিচে।
প্রতিবছরের ন্যায় এবারও পোশাক বাছাইয়ে রঙ, ফেব্রিক আর আরামের কথাই মাথায় রাখছেন ক্রেতারা। তাই দেশিয় তৈরি পোশাকের দোকানগুলোয় রমজানের শুরু থেকেই ভিড় করছেন তারা।
বিক্রেতারা বলছেন, বরাবরের মত এবারও আবহাওয়া উপযোগী রঙ বাছাই, সে অনুযায়ী ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। আর ফেব্রিকের ক্ষেত্রে সুতি কাপড়কে দেয়া হচ্ছে প্রাধান্য। সময় পেলেই বিপনিবিতান ঘুরে ঘুরে দেখছেন অনেকেই। মাস জুড়েই চলবে ঈদ কেনা-কাটা। প্রতিবারের মত এবারো ক্রেতা চাহিদার শীর্ষে দেশীয় তৈরি পোশাক।
রাজধানীর বিভিন্ন মার্কেটে দেখা গেছে ক্রেতাদের ভিড়। উৎসব-পার্বণে দেশিয় পোশাক নির্বাচনে সমৃদ্ধ হবে তৈরি পোশাক খাত, বাড়বে কর্মসংস্থান এমনটাই মনে করছেন দেশিয় পোশাক প্রেমীরা।