রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচরের মোশাররফ হোসেন মিয়াজীর ছেলে মানসুর ও পশ্চিম লালপুরের বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদীয়মান শিক্ষার্থী আল-আমিন (২৩) এর বাড়িতে শোকের মাতম নেমে এসেছে। নিহত দুজনই আপন খালাতো ভাই।
কোন সান্তনাই নিহতের মা-বাবার কান্না থামাতে পারছে না। সন্তানকে নিয়েই সাজানো ছিল যে মায়ের পৃথিবী এক নিমিষেই তা যেন এলোমেলো হয়ে গেল। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। নিহত দুই খালাতো ভাই ঢাকার শনির আখড়া বসবাস করলেও পারিবারিক প্রয়োজনে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন।
নিহত মনসুর হোসেনের ভাই কাউসার হোসেন জানায়, আমরা অনেক খোঁজাখুঁজি করার পর ঢাকা মেডিক্যালের মর্গে আমার ভাই ও খালাতো ভাইয়ের লাশ খুঁজে পাই। তবে লাশের যে অবস্থা ছিল তা বর্ণনা করার মতো নয়। তবে মুখমণ্ডল বুঝা যাচ্ছিল বলেই আমি লাশ শনাক্ত করতে পেরেছি। মনসুর হোসেনের স্ত্রী ও ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দুই খালাতো ভাইয়ের লাশ মতলব উত্তরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।