বইমেলায় ফেব্রুয়ারির শেষ শুক্রবারে পাঠক-দর্শনার্থীদের ভিড়

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পাঠক-দর্শনার্থীরা বইমেলায় এসেছেন। বেলা ১১টায় গেইট খোলার আগে থেকেই তারা অপেক্ষা করেছেন।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বইমেলা এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে বইমেলায়। এর আগে একুশে ফেব্রুয়ারিতে কয়েক লাখ মানুষ এসেছিলেন মেলায়। আশা করা হচ্ছে আজও তেমন ভিড় হতে পারে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে মেলাতে আসা সোহরাব মাহাদী বলেন, অফিসের ব্যবস্তার কারণে বইমেলায় আসা হয়নি। মেলার শেষ সময়ে আসার উদ্দেশ্য হলো এই সময়ে সব বই প্রকাশ হয়ে যায়। তাই পছন্দের বই কেনা সহজ হয়।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।