ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলের দিকে হাসপাতালে নতুন ভবনে ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশের মুখেই ঘটে এ অগ্নিকাণ্ডের ঘটনা। এ সময় ভেতরে রোগীদের ডায়ালাইসিসও চলছিল।
জানা যায়, হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপন করা হয়।
তিনি জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে।
এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তার লোকজন নিয়ে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করে।