রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে সিলেটিবাজার এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. লামিয়া (২) ও আব্দুর রহমান (৯)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোস্তফা আনোয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘পাঁচ তলা ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন হয়।’

পরিবারের বরাতে তিনি বলেন, ‘খেলতে গিয়ে তারা দুইজন ছাদ থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।’