দক্ষিণ যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারিতে নিহত ১

দক্ষিণ যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারিতে নিহত ১

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারিতে ইমরান (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামের আরও দুজন।

গতকাল সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে কাঁচামালের আড়তে। হতাহত তিন জনই কাজ করতেন লাইনম্যানের।

ঘটনার সত্যতা যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামালের আড়তে দুই পক্ষের মারামারি হয়। সেখানে ডিউটিতে থাকা অবস্থায় বেশ কয়েক জন ওই তিন জনের ওপর হামলা চালায়। এতে তারা ছুরিকাঘাতে আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।