পল্লবীতে ফ্ল্যাটের বেলকনি থেকে সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর সাংবাদিক কলোনির একটি ফ্ল্যাটের বেলকনি থেকে পুলিশ বিপ্লব জামান (৫৮) নামে একজন সিনিয়র সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন বিপ্লব।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে ওই বাসায় গিয়ে বেলকনিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনি ভাড়া থাকতেন। ওই বাসার বেলকনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। গত সাতদিন ধরে অফিসে যাননি বিপ্লব জামান।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, পল্লবীতে সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের একটি ভবনের ফ্লাট থেকে সাংবাদিক বিপ্লবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মেঝেতে তার মরদেহ পড়ে ছিল।

তিনি বলেন, আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

Scroll to Top