আমার বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে: দেশে ফিরে সাংবাদিকদের বললেন নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বললেন, সরকার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। দেশে আসতে না দিতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা নিয়ে ভুয়া সংবাদ ছাপানো হয়েছে। দেশে তার পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ নুরের।

পবিত্র ওমরাহ পালন শেষে রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল বুধবার (১১ জানুয়ারি) ১১টা ৪৫-এ শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন নুর।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে। তবে, সফর চলাকানীন গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। পরে গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই সফরে তিনি ইসরায়েলের মেন্দি সাফাদির সাথে বৈঠক করেছেন। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।