রাজধানীর বাংলামোটর মোড়ে আন্তঃজেলা বাসে আগুন

রাজধানীর বাংলামোটর মোড়ে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকলে চালক দ্রুতই যাত্রীদের নামিয়ে দেন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সেন্টমার্টিন নামে একটি বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।’

এরশাদ শিকদার বলেন, বাসের আগুন নিভে গেছে। তবে পাশের বিল্ডিং মমতাজ ম্যানশনে এখন অল্প আগুন আছে। সেটাও নেভানোর কাজ চলছে।

বাসে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।