শাহজালাল বিমানবন্দরে তেলবাহী দুটি গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল বিমানবন্দরের ৩ নম্বর টার্নিমালে দুটি তেলবাহী গাড়িতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত এই কর্মকর্তা।

তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামও আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন আর সমস্যা নেই।

Scroll to Top