ফুটপাথে ফেলে রাখা গণপূর্তের রড ডিএনসিসি বিক্রি করলো নিলামে

রাজধানীতে রাস্তায় ফেলে রাখা গণপূর্তের রড নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার সকালে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযানে এসে ফুটপাতে ও রাস্তায় রড পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তিনি ওই মালামাল নিলামে ওঠানোর নির্দেশনা দেন।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় ৩০০ টনের মতো রড আছে। সব মিলিয়ে ৪-৫ কোটি টাকার মালামাল ছিলো। নিলামে বিক্রি হয়েছে ১৮ লাখ ৪৫ হাজার টাকায়।

মেয়র আতিক আরও জানান, দায়িত্বে অবহেলার জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিলো বলে জানান তিনি।