রাজধানীর খিলগাঁওয়ে হাজীপাড়ার একটি মাদ্রাসার বাথরুমে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইকবাল হোসাইন (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে জামিয়া ইকরা বাংলাদেশ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়া মাদ্রাসার শিক্ষক আবু সালেহ জানান, ইকবাল মাদ্রাসাটির তাফসিরে জালালাইন বিভাগে পড়াশোনা করতো। দুপুরে মাদ্রাসার টিনসেড বাথরুমে গোসল করতে যায়। সেখানে লোহার দরজার ওপর কাপড় রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিলে সে মারা যায়।
হাসপাতালে মৃত ইকবালের চাচাতো ভাই মো. সানাউল্লাহ গাজী জানান, তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বেশেরা গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ে ওই মাদ্রাসাতে থাকতো। তিন ভাই ও তিন বোনের মধ্যে ইকবাল ছিল দ্বিতীয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।