আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রোকন (৩২) ও শাহাদত (২২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকের পাশে একটি ভবনে এ ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রোকন ও শাহাদতের সহকর্মী কবির হোসেন জানান, তারা পশ্চিম আগাঁরগাও পানির ট্যাংকের পাশে নির্মাণাধীন ১৪ তলা ভবনে কাজ করছিলেন। রোকন ও শাহাদত দু’জন রাজমিস্ত্রীর কাজ করতেন। তারা দু’জন ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় মাচান ছিড়ে দু’জন নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের দু’জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কবির আরও জানান, তাদের দু’জনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তারা। তবে তাদের বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের বিস্তারিত ঠিকানা জানা যায় নাই। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Scroll to Top