রাজধানী ঢাকায় শুরু হলো কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। আজ বুধবার (৩ আগস্ট) ঢাকার পাঁচটি স্থানে এক মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরি,বি) এই টিকাদান শুরু করেছে। চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি জানায়, প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার দুই সিটির প্রায় ৭০০ কেন্দ্রে টিকা দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন থেকে দুই জুলাই পর্যন্ত যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষকে কলেরার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। পূর্বের কেন্দ্রেই টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে হবে।
দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিপ কোম্পানি লিমিটেডের তৈরি ইউভিকল পল্গাস নামের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এ কলেরার টিকা এক বছর থেকে শুরু করে তার বেশি বয়সীদের ওপর প্রয়োগ করা হবে।
অন্তঃসত্ত্বা নারী এবং যারা গত দুই সপ্তাহের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন তারা ব্যতীত সবাই এই টিকা নিতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।