শিশু শাকিরা বারবার মায়ের কাছে যেতে চাচ্ছে

ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মা-বাবা ও নানা হারানো ছয় বছরের শিশু শাকিরা আক্তার মিষ্টিকে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। বিকেলে তার মামা নজরুল ইসলাম শিশু শাকিরাকে তার মাতুয়াইলের বাসায় নিয়ে যান। অবুঝ এই শিশুটি বারবার মায়ের কাছে যেতে চাচ্ছে। সে এখনো জানে না তার বাবা-মা আর বেঁচে নেই।

শিশুটির মামা নজরুল ইসলাম ও মামি সোনিয়া আক্তার জানান, শাকিরা আর হাসপাতালে থাকতে চাচ্ছিল না। তার এখানে ভালো লাগছে না। শুধু মায়ের কাছে যেতে চায়।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত হন। নিহতরা হলেন- শাকিরার নানা আব্দুর রহমান, মা শারমিন আক্তার ও বাবা রিয়াজুল ইসলাম। এ ঘটনায় আহত হন শাকিরা ও সিএনজি চালক রফিক। দুর্ঘটনার পর শাকিরাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এ ঘটনায় সেন্টমার্টিন পরিবহন নামে বাসটির চালক দেলোয়ার হোসেন দিনারকে গত ২৩ জানুয়ারি আদালত এক দিনের রিমান্ড দেন। একই সঙ্গে বাসের সহকারী কোরবান আলীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

Scroll to Top