রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। অভিযানের শুরুতে কিছু জটিলতা থাকলেও একে একে পরে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। এই অভিযান অব্যাহত থাকবে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।
বর্তমান অবস্থা দেখে বুড়িগঙ্গার আদি চ্যানেলটির বোঝার উপায় নেই। এই অংশটি এখন আবাসিক-অনাবাসিক নানা স্থাপনায় ভর্তি। এই অবস্থায় নদীর চ্যানেল উদ্ধারে অভিযানে নেমেছে প্রশাসন।
অভিযানের শুরুতে বাধার মুখে পড়লেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনাগুলো। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, পরিকল্পনা অনুযায়ী সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এদিকে, হঠাৎ করে বাড়িঘর ভাঙায় বিপাকে পড়েন স্থানীয়রা। অনেকের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকলেও তাদের ভবন ভেঙে ফেলা হচ্ছে।
তবে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে যেকোনো মূল্যে আদি চ্যানেল দখলমুক্ত করার উদ্যোগ কর্তৃপক্ষের। এই উচ্ছেদ কার্যক্রম জানুয়ারির ২ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রশাসন।