রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকার ময়লার স্তূপ থেকে পুলিশ আগুনে পোড়া ও অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে মৃতদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ বিষয়ে কথা হলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, খবর পেয়ে রাতে ময়লার ডিপো থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া। এছাড়া মৃতদেহটি পচন ধরে গেছে। তার হাতে দুই হাতে সিটিগোল্ডের চুরি রয়েছে।
প্রাথমিক তদন্তে পর ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর লাশ গুমের জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা বা অন্তঃসত্ত্বা ছিল কিনা সে বিষয়ে ময়না তদন্তকারী চিকিৎসকদের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে সেখানে ফেলে রাখা হতে পারে। এছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সে আগুনেও তার শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে তদন্ত হচ্ছে।