যাত্রাবাড়ীতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪

রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন আরও একজন। মৃতের নাম শফিকুল ইসলাম (৪০)। তার শরীরের ৭৮ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় ৪ জন মারা গেলেন। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে একইদিন ভোর ৬টার দিকে মারা যায় রিপন মিয়া। আর সকাল ৯টার দিকে মারা যায় আবুল কালাম। আর ১৪ নভেম্বর বিকালে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় বিশ্বনাথ (৬০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে চারজন মারা গেছেন। বর্তমানে কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার ১২ নভেম্বর সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচ তলার একটি দোকানে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। ওই মার্কেটের নিচতলায় একটি সিলিন্ডারের দোকান আছে। যেখানে সিলিন্ডারগুলো রং করা হয়। ধারণা করা হচ্ছে খালি সিলিন্ডারের ভিতরে কিছু অংশ জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এতে তারা দগ্ধ হন।

Scroll to Top