রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চলার অনুমিত দেয়া হয়েছে পোশাকসহ রফতানীমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে আসার সুবিধার্থে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত চলার কথা গণপরিবহন। কিন্তু এ সব গণপরিবহন নির্দিষ্ট সময়ের পরও চলতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে বিকেল ৫টার পরও এ দৃশ্য চোখে পড়ে। রাস্তায় চলছে বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন। এ নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন-কঠোর বিধিনিষেধ অমান্য করে এ সব গণপরিবহন চলছে, না-কি এখন থেকে এটা নিয়মিত চলবে? তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নতুন কোনো নির্দেশনা এখনো আসেনি।
এর মধ্যে রাজধানীর আজিমপুর থেকে মিরপুর, গাবতলী, সাভার, টঙ্গী ও গাজীপুর এলাকায় বাস ও অন্যান্য যানবাহন চলাচল করছে। সকালের দিকে সংখ্যায় বেশি থাকলেও বিকেল ৫টার পর বাসের সংখ্যা কমে যায়।