রাজধানী ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারের উপর মোটারসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টিপু সুলতান রনি (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দু’জন।
আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (২৬ মে) দিনগত রাতে এ দর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।
মৃত রনি ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। আহতরা হলেন তার বন্ধু শাহিন (২২) ও নাঈম (২১)।
রনির বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। বর্তমানে এলিফ্যান্ট রোডে ঢাকা মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে থাকেন। বুধবার রাতে দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিল রনি। মোটরসাইকেলটা রনির ছিল। চালাচ্ছিল রনি নিজেই। জানতে পেরেছি ফ্লাইওভারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
তিনি আরও জানান, তিনি ঢামেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে রনি ছিল ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত শাহিন ও নাঈম জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর নয়।