রাজধানীর আরমানিটোলায় হাজী মুসা ম্যানসন নামক একটি আবাসিক ভবনের নিচতলায় কেমিক্যাল গুদামে আগুন লেগে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেছে। নিহত ওই ব্যক্তি হাজী মুসা ম্যানসনের নিরাপত্তা কর্মী ছিলেন বলে জানা গেছে। আগুন নিভাতে এসে ফায়ার সার্ভিসের ৩জন কর্মীসহ ১৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ওই ভবনে থাকা পরিবারগুলোর একজন জানান শুক্রবার ভোরে সেহেরির সময় ওই ভবনে আগুনের ধোয়া ছড়িয়ে পড়ে। নিচতলায় বেশকটি কেমিক্যাল গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে আটকে পড়ে ওই ভবনে থাকা পরিবারগুলো। পরে বারান্দার গ্রিল কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের মাধ্যমে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। আহতদেরসহ তাদের হাসপাতালে নেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে এবং আটকদের গ্রিল কেটে উদ্ধার করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে, নিচতলায় বেশকটি কেমিকেল গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, সেহেরির সময়ের একটু আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে। পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিক্যালের গোডাউন এবং দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত লোকজন বসবাস করে।