বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুরের টঙ্গীতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পাগাড় আটারকল এলাকায় কালা চাঁন ঘোষের বহুতল ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম মো. রফিক(২৪)। সে বরিশাল জেলার হেজমত ব্যাপারীর ছেলে।
এতে পুলিশ জানান, গতকাল শনিবার দুপুর দেড়টার সময় পাগাড় এলাকার কালা চাঁন ঘোষের নির্মাণাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলায় বাহিরে প্লাস্টারের কাজ করছিলেন রফিক। এ সময় ওই ভবনের পাশেই ১১হাজার ভোল্টেজ এর বিদ্যুতিক তাড়ে অসাবধানতা বশত জড়িয়ে পড়েন। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ।