রাজধানীর সব খালগুলোর দায়িত্ব ওয়াসা থেকে গেল সিটি কর্পোরেশনের হাতে

রাজধানী ঢাকার সব খাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিয়েছে ঢাকা ওয়াসা। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে খাল হস্তান্তর করা হয়। এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানান, রাজধানীর খালগুলো দখলমুক্ত করে নান্দনিক করা হবে।

ঢাকা ওয়াসার এমডি জানান, দুই সিটির কাছে খাল হস্তান্তরের মধ্য দিয়ে ঢাকার জলাবদ্ধতা অনেকাংশেই কমবে। সিটি কর্পোরেশনকে বৃষ্টির পানি নিষ্কাশনে ওয়াসা কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, এবার ঠিকানা খুঁজে পেয়েছে ঢাকার খাল। আর ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মার্চের মধ্যে ৩টি খাল ও ২টি বক্স কালভার্ট পরিষ্কার করে পানি চলাচল নিশ্চিত করা হবে। জুনের মধ্যেই নিজ অর্থায়নে সব খাল পরিষ্কার করা হবে। সব খাল দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে।’

খাল রক্ষণাবেক্ষণ করা গেলে ঢাকা হবে ভেনিস বলেও মন্তব্য করেন তিনি।