আজ শনিবার (৩ অক্টোবর) ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ। আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন বলেন, আজ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ দেখে বোঝার উপায় নেই দেশে আসলে গণতন্ত্র আছে কি না। সব অপরাধের আইন আছে কিন্তু এর প্রয়োগ নেই। আমরা বগুড়ার তুফানের কথা ভুলে যায়নি। তাকে গ্রেফতার করা হলো, কিন্তু আজ পর্যন্ত বিচার হলো না। রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের মতো যদি সব অপরাধের বিচার হতো তাহলে নারী নির্যাতন ও ধর্ষণ সমাজে এতটা বাড়তো না। বিচারহীনতার সংস্কৃতি দেশে অপরাধ বাড়িয়ে দিচ্ছে। তাই ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
মানববন্ধনে নারী মুক্তি সংসদের সভাপতি নুরুন্নাহার রুনা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে লুটেরা লুটপাট করছে আর জনগণ দেখছে। যে সমাজে লুটপাট, অবৈধ আয় বেড়ে যায় সেখানে ধর্ষণ খুব সামান্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আজ নারী কোথাও নিরাপদ না, অফিস কিংবা বাসা সব জায়গাতেই তাদের নির্যাতনের শিকার হতে হয়। আমরা এখনো সভ্য হতে পারিনি, যেখানে মা-বোনেরা নির্যাতনের শিকার হন সেটাকে সভ্য সমাজ বলতে পারি না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নারী মুক্তি সংসদের সাধারণ সম্পাদক শিউলি শিকদার, ইয়াকুন্নেসা রুমা, কৃষক সমিতির প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন প্রমুখ।