অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাস নেগেটিভ সনদ নেওয়ায় আজ ৩২ জন যাত্রীর সৌদি আরব যাত্রা বাতিল করেছে সৌদিয়া এয়ারলাইন্স। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তাদেরকে না নিয়েই বিমানটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে টিকিট পাওয়ার পর অনুমোদিত প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষার পর্যাপ্ত সময় ছিল না বলে জানান ভুক্তভোগীদের স্বজনরা। এদিকে আগামী ২৮শে সেপ্টেম্বর এই ৩২ জনকে বৈধ সনদ নিয়ে যাত্রার অনুমতি দিয়েছে সৌদি এয়ারলাইন্স।
এদিকে, দুপুরের দিকে যারা সরকার নির্ধারিত হাসপাতাল বা পরীক্ষা কেন্দ্র থেকে কোভিড-১৯ মুক্ত থাকার সনদ নিয়ে বিমান বন্দরে এসেছেন তারা পুরো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট।
শনিবার সৌদিগামী প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ৪৫ মিনিট দেরিতে পৌনে ৬টায় ছেড়ে যায়। এই ফ্লাইটের সবাই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোভিড-১৯ সনদ নিয়ে বিমানে চড়েছেন।