আজ রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে ২৮ তলাবিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বেলা ১১:৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে বেলা ১২:২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, আহমেদ টাওয়ারে বেলা ১১:৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১২:২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয় তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।