ধানমন্ডিতে বিদেশি করোনা রোগীর আত্মহত্যা

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন মিখাইল স্টেলমাখ (২৯) নামে এক বেলারুশের নাগরিক আত্মহত্যা করেছেন।

ধানমন্ডি থানার উপ পরিদশর্ক (এসআই) মো. রায়হানুল করিম ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিখাইল স্টেলমাখ নামে ওই ব্যক্তি হাসপাতাল থেকে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন তিনি। সেখানেই থাকতেন। গত মাসে তিনি করোনা পজেটিভ হলে সহকর্মীরা তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট একবার পজেটিভ আসে, আবার নেগেটিভ, আবার পজেটিভ আসে।

রবিবার ভোরে ৬ষ্ঠ তলায় বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে জানলা দিয়ে তিনি লাফিয়ে নিচে পড়েন। এতে গুরুতর আহত হলে তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পুলিশ রাতে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার বিস্তারিত জানার জন্য আরো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top