রামপুরায় সাড়ে ২১ লাখ টাকা চুরির ঘটনায় ২ সপ্তাহেও গ্রেপ্তার নেই

গত ২৪শে জুলাই রাজধানীর রামপুরায় ফার্মেসি থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। এখনও গ্রেপ্তার হয়নি কেউ। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিকে গ্রেপ্তার করতে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ২৪শে জুলাই রামপুরা এলাকার ওয়াপদা রোডের লাইভ ফার্মেসি লিমিটেডে চুরির ঘটনা ঘটে। চুরির পর থেকে ফার্মেসির সহকারী ব্যবস্থাপক এস এম বায়েজীদ হাসান সেতু (৩৮) পলাতক রয়েছেন। পরবর্তীতে তাকে আসামি করে মামলা করেছেন ফার্মেসির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম।

মামলায় অভিযোগ করা হয়েছে, ফার্মেসির ক্যাশের চাবি এস এম বায়েজীদ হাসান সেতুর নিকট রেখে জুম্মার নামাজ পড়তে মসজিদে যান আনোয়ারুল ইসলাম। নামাজ শেষে ফার্মেসিতে এসে সেতুকে আর পাননি তিনি। তারপর থেকে সেতুর মোবাইলফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে হাতিরঝিল থানার এসআই খাইরুল আলম জানান, এস এম বায়েজীদ হাসান সেতু বারবার অবস্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছে। তবে তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আনোয়ারুল ইসলাম জানান, লাইভ ফার্মেসি লিমিটেডের ওয়াপদা ও গেন্ডারিয়া শাখার এক সপ্তাহের টাকা জমা ছিলো ক্যাশে। ঈদের আগে কর্মচারীদের বেতন দেয়ার জন্যই টাকা ক্যাশে রাখা হয়েছিল। এস এম বায়েজীদ হাসান সেতু রংপুরের মিঠাপুকুরের বজুরুক শেরপুর গ্রামের শহিদুর রহমানের পুত্র।

Scroll to Top