গোটা রাজধানীতেই মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে পশুর হাট কম বসেছে। গত কয়েকদিন হাটে ক্রেতার উপস্থিতি সেভাবে জমজমাট ছিল না। কিন্তু আজ সকাল থেকে পাল্টে গেছে পরিস্থিতি। রাজধানীর কোরবানির হাটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। হাটে এখন পশু কম, কিন্তু সে তুলনায় কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতার সংখ্যা বেশি। তাই সময় গড়ানোর সঙ্গে হাটে পশুর দামও উঠানামা করছে।
শুক্রবার বিকেল থেকে গরুর হাটে গরু নেই, আবার কোথাও কোথাও অতিরিক্ত টাকায়ও মিলছে না পছন্দসই গরু। তাই কদর বেড়েছে ছাগলের। হাটে গরুর অপ্রতুলতা দেখা দেয়ায় শেষ মুহূর্তে এখন ছাগলই ভরসা।
শুক্রবার সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লা থেকে শুরু করে ছোট-বড় সড়কে ছাগলের অনির্ধারিত হাট বসেছে। যেখানে হাট সেখানেই মানুষের ভিড়। ছাগলের সরবরাহের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি হওয়ার সুযোগে বিক্রেতারাও অন্যান্য সময়ের চেয়ে ছাগলভেদে সর্বনিম্ন দুই হাজার থেকে ১০ হাজার টাকা বেশি দাম চাইছেন। গরু কিনতে না পেরে একাধিক ছাগল কিনে নিয়ে যাচ্ছেন অনেকে।