হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম সোনাসহ সৌদির জেদ্দা থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে তাঁকে আটক করা হয়। আটক যাত্রীর নাম ইসমাইল হোসেন সরকার।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে জেদ্দা থেকে আগত ফ্লাইট নম্বর বিজি ৪১৩৬ এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে তল্লাশি করা হয়।
তাঁর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্স এর ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৫ কেজি ২০০ গ্রাম, আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।