করোনা: না ফেরার দেশে নারী চিকিৎসক, মোট মৃত ২৩ জন

প্রাণঘাতী করোনায় দেশে মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকার লালমাটিয়ায় মেরিস্টোপস ক্লিনিকের প্রধান কার্যালয়ের চিকিৎসক তানজিলা রহমান। আজ বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে, তানজিলা রহমানসহ এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারানো বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।

এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, আমরা তার বন্ধুদের মাধ্যমে জেনেছি। তিনি মারা যাওয়ার তিন দিন আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই মারা যান। ডা. তানজিলা কভিড-১৯ আক্রান্ত ছিলেন বলেও তার বন্ধুরা জানিয়েছেন।

মেরিস্টোপস বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ হুসেইন চৌধুরী বলেন, ডা. তানজিলা রহমান মেটার্নিটি বিভাগের হেড অব কোয়ালিটি হিসেবে কাজ করতেন। তিনি করোনার আক্রান্ত হওয়ার পর থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

Scroll to Top