রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আজ রাজধানীর কদমতলীতে বাসার সামনে বৃষ্টির জমা পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুর রহমান (৪৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রথমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে এগারোটায় তাকে মৃত ঘোষণা করেন।

এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই মো. আব্দুল খান। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি কদমতলী বিপিধারা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত আলী হোসেন।

মৃতের ছোট ভাই মো. সুমন জানিয়েছেন, দু\’দিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে ছিল। ভাই সকালে ঐ পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। ঐ পানিতে কোনোভাবে বৈদ্যুতিক তারের সাথে লেগে ছিল। ধারনা করা হচ্ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তিনি একটি কম্পানিতে মাস্টার রোলে চাকরি করতেন।

Scroll to Top