প্রাণঘাতী করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী ঢাকাতে। করোনার সবচেয়ে সংক্রমিত রাজধানীর ১০ এলাকার নাম প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ ও বাবুবাজার। আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এসময় তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে।
একই সময়ে আরও ৭০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত থেকে আরও সুস্থ হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ১০১ জন।