পরিবর্তন করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত। এখন থেকে সেখানে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে না। বরং সেখানে আগের মতোই সাধারণ রোগীদের চিকিৎসা চলবে।
শুক্রবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের সেবা দেওয়ার যে কথা ছিল তা পরিবর্তন করা হয়েছে।
এখানে আগের মতো সাধারণ রোগীদের চিকিৎসা চলবে। সাধারণ রোগীদের কথা বিবেচনা করে আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’
এখন হাসপাতালটিতে কোনো করোনা রোগী নেই বলেও জানান তিনি।
: ডেইলি স্টার