নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী নিহত

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদা আক্তার (৬০) নামের এক হাসপাতালের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সেবাসংঘ মোড়ের মিতা নাসিং হোমে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার রংপুরের খয়বর আলীর স্ত্রী। তিনি দীর্ঘ ১০ বছর যাবত হাসপাতালের আয়ার কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসপাতালের বারান্দা ঘেঁষেই ১৩০০ ভোল্টের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন। দুপুরে মাহমুদা আক্তার রোগীদের কাপড় তিনতলা বারান্দায় শুকাতে দেয়। এরই মধ্যে একটি শুকনো কাপড় বাতাসে পাশের কারেন্টের তারে জড়িয়ে যায়। পরে তিনি স্যালাইনের রডের স্ট্যান দিয়ে তাঁর থেকে কাপড় আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে ফায়ার সার্ভিসের লোকজন নিহতের লাশ উদ্ধার করে।

মিতা নাসিং হোমের মালিক ডা. নাসিম আল ইসলাম বলেন, মাহমুদার অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগীতা করা হবে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে মাহমুদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময় : ১৯০২ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ