পদ্মায় লঞ্চ ডুবি (ভিডিও)

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। এ সময় একটি লঞ্চ ভেসে যায়। এতে নিখোঁজ রয়েছেন লঞ্চে থাকা প্রায় ২৫ জন কর্মী।

জানা যায়, হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২৫ জন কর্মী ছিলেন। তাঁরা বেঁচে আছেন না লঞ্চে আটকা পড়েছেন সেই তথ্য এখনো পাওয়া যায়নি। লঞ্চ তিনটি হলো- নড়িয়া-১, মৌচাক-৪ ও মহানগরী।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘাটে পৌঁছে লঞ্চের খোঁজ শুরুর প্রস্তুতি নিয়েছেন। নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ডুবন্ত লঞ্চের ভিডিও

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top