আশুলিয়ায় ৩৫ টুকরো মরদেহ, আটক ১

আশুলিয়ায় এক নারীর ৩৫ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ঝিনাইদহ থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাত ১০টায় আশুলিয়ার জামগড়া এলাকার মাসুদ মিয়া নামের এক প্রবাসীর বাড়ি থেকে ওই নারীর ৩৫ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, ঝিনাইদহ থেকে মুকুল নামে এক ব্যক্তিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে মুকুল হত্যাকারীদের মধ্যে একজন হতে পারে। মরদেহ উদ্ধারের দুই দিন আগে এক পুরুষের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়িটির একটি কক্ষ ভাড়া নেন ওই নারী। তিনি আরও বলেন, আমরা এখনও নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছি। তবে নিহতকে তাসলিমা আক্তার উল্লেখ করে এক নারী নিজেকে তার মা দাবি করেছেন। আমরা তার সঙ্গে নিহতের ডিএনএ পরীক্ষা করাবো।

যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, নিহত নারীর মরদেহটি ৩৫ টুকরো হওয়ায় এ হত্যাকাণ্ডের জট খুলতে সময় লাগছে। তবে যে নারী নিজেকে নিহতের মা দাবি করেছেন তার ভাষ্য অনুযায়ী আটক মুকুল হত্যাকারীদের একজন।

এ হত্যাকাণ্ডের মধ্যে নিহতের স্বামীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top