মানিকগঞ্জের সাটুরিয়ার সেই দেড় টনের ওজনের ষাঁড় গরু রাজা বাবুর কাঙ্খিত মূল্য না পাওয়ায় বিক্রি হয়নি। স্কুল ছাত্রী ইতি আক্তার ও তার মা পরিষ্কার বিবির আলোচিত রাজা বাবু বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন পরিবারটি। দেড় টনের ওজনের এ ষাঁড়টির মালিক খান্নু মিয়া জানান, কাঙ্খিত দাম না পাওয়াতে বিক্রি করেনি।
মানিকগঞ্জে দেড় টন ওজনের ষাঁড় গরু লালন করে তাক লাগিয়েছেন জেলার সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের পরিষ্কার বিবি ও তার স্কুল পড়ুয়া কন্যা ইতি আক্তার।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব ব্যাপক প্রচারের পর সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্কুল পড়ুয়া ইতি আক্তারের ৩৯ মণ ওজনের ষাঁড়টি দেখার জন্য ভিড় করে।
সাটুরিয়া উপজেলার দিঘুলীয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের পরিষ্কার বিবি ও তার স্কুল পড়ুয়া কন্যা ইতি আক্তার। গরু লালন পালন করেই তাদের সংসার চলে। গেল বছর কোরবানী ঈদে ২৭ মন ওজনের একটি ষাঁড় ১০ লাখ টাকা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
এ ব্যাপারে ইতি আক্তার জানান, অন্তত ৫০টির মত বড় বড় কম্পানির লোক রাজা বাবুকে দেখে দাম বলে যায় এবং মোবাইল নাম্বার নিয়ে যায়। কিন্তু ঈদের ৩ দিন আগ পর্যন্ত ১৩ লাখ টাকা বলে কিন্তু আমার বাবা ১৫ লখের নিচে বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নেন। কিন্তু ঈদের আগের দিন ১৪ লাখ টাকা দাম বলে কিন্তু গরু নিতে আসেনি। কাঙ্খিত দাম না পাওয়ায় এ কোরবানীর ঈদে দেড় টন ওজনের রাজা বাবুকে বিক্রি না করার সিদ্ধান্ত নেন।
দেড় টনের ওজনের ষাঁড়ের মালিক খান্নু মিয়া জানান, গাজীপুর থেকে একটি কম্পানি ১৩ লাখ টাকা দাম বলে। কিন্তু ১৫ লাখ টাকা না উঠায় বিক্রি করেনি। এখনও যদি কেউ কিনতে চায় দাম ১৫ লাখই। কাঙ্খিত দাম না পেলে আগামী কুরবানীর ঈদে বিক্রি করব।
এ ব্যাপারে পরিস্কার বিবি জানান, আমার পরিবারের চারজন সদস্য ৩ বছর বয়সী ফিজিয়ান জাতের এ ষাঁড়টি এক বছর ধরে অনেক কষ্ট করে লালন-পালন করেছি। গ্রাম থেকে চড়া সুদে টাকা এনে রাজা বাবুকে লালন পালন করেছি। তাই কম দামে কীভাবে বিক্রি করি।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খুরশেদ আলম বলেন, ঈদকে সামনে রেখে সাটুরিয়া ইতি ও পরিষ্কার বিবির লালিত এ ষাঁড়টির ওজন আমি নিজে মেপেছি। ১৩ আগস্ট পর্যন্ত ষাঁড়টি ওজন ১৫৬৬ কেজি, যা ৩৯ মন ও দেড় টনেরও বেশি ছিল। আমরা নিয়মিত এ ষাঁড়টির দেখভাল করেছি। কিন্তু এ আলোচিত ষাঁড়টি বিক্রি না করার কারণে তাদের অনেক বড় লোকসান হয়ে গেল। আমি এ সপ্তাহে পরিস্কার বিবির সঙ্গে দেখা করে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিব।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে