স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েক দিন আগেই রাজধানী ছাড়তে শুরু করে নগরবাসী। এক সঙ্গে এতো বিপুল সংখ্যক মানুষ নগর ছাড়ার কারণে বাড়তি চাপ পরে যানবাহনে। ফলে ভোগান্তি এড়াতে অনেকেই স্বাচ্ছন্দে বাড়ি ফেরার জন্য ঈদের দিন বা তার পরের দিনগুলো বেছে নেন।
ভোলার চর ফ্যাশনে নিজের বাড়িতে ফিরতে ঈদের পরের দিন রোববারকেই বেছে নিয়েছিলেন মোহাম্মদপুরের বাসিন্দা মো. কামরুল হোসেন। পরিবারের সঙ্গে ছিল তিন বছরের শিশু মিম। কিন্তু ঈদের ছুটিতে আর বাড়ি ফেরা হল না মিমের।
মোহাম্মদুর থেকে সিএনজি যোগে সদরঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় হাইকোটের মাজার গেটের সামনে শিক্ষাভবন মোড়ে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর আহত হয় মিম। সেখান থেকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে ২০৪ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় মৃত্যু হয় তার।
ঢামেক পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে