আগামী শনিবার ঈদ। অথচ এখনো রাজধানীর কোরবানির হাটগুলো ভালোভাবে জমেনি। ক্রেতার সংখ্যা কম হওয়ায় হতাশ বিক্রেতারা। রাজধানীর স্থায়ী-অস্থায়ী বেশিরভাগ হাটের একই অবস্থা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসেছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতার অভাব ও প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেকেই গরু বিক্রি করতে পারছেন না। তবে বিক্রেতাদের আশা, বুধবার থেকে জমে উঠতে পারে কোরবানির হাট। যা চলবে ঈদের আগের দিন শুক্রবার পর্যন্ত।
রাজধানীর কোরবানির হাটে বেচাকেনা কম হলেও চট্টগ্রামের বাজারগুলোতে পশু বিক্রি জমে উঠেছে। অনেক বাজারে চলছে রাতদিন সমানতালে বিকিকিনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, নগরে বর্তমানে স্থায়ী দুটি এবং অস্থায়ী ছয়টি পশুর হাট আছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে