নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মনি বিশ্বাস (১৮) নামে এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেম, তাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে।

আজ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। নিহত মনি বিশ্বাস নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষমীপুর গ্রামে নিশি কান্ত বিশ্বাসের মেয়ে।

নিহতের মা শেফালী বিশ্বাস বলেন, আমি ও আমার মেয়ে প্রাণ কোম্পানিতে কাজ করি। রবিবার আমার রাতে ডিউটি ছিল। মেয়েকে ঘরে একা রেখে আমি কাজে যাই। সকালে কাজ শেষে বাড়ি ফিরে শুনতে পাই কে বা কারা আমার মেয়েকে গলা কেটে হত্যা করে লাশ পাইকসা এলাকার পরিত্যক্ত আশরাফ টেক্সটাইলের পেছনে ফেলে গেছে।

পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এব্যাপারে নিহতের পিতা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের শরীরে ধর্ষণের কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ পর তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top