রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম জুয়েল (১৮) ও রিক্তা (১৫)। আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটে।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবু কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রনি মার্কেট এর পিছনে হানিফ মিয়ার টিনসেট বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দাম্পত্য কলহের জেরে নাকি অন্য কোন কারণে ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে